× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজশাহীর তানোরে বোরো ধানের সোনালী শীষে দুলছে কৃষকের স্বপ্ন

আলিফ হোসেন,তানোর ( রাজশাহী) প্রতিনিধি।

২৮ এপ্রিল ২০২৫, ১৪:৫৩ পিএম

রাজশাহীর তানোরে বোরো ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বোরোর বাম্পার  ফলনের আশা করছেন কৃষকরা। কৃষি বিভাগ বলছে তানোরে বোরো ধান আবাদের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো তার কিছুটা কম চাষ হয়েছে,তবে  ফলনও দাম বেশ ভালো আছে। ঝড়-বৃষ্টির আশঙ্কা থাকায় ৮০ শতাংশ পাকলেই সেই ধান কেটে নেয়া হচ্ছে। তবে প্রচন্ড তাপদাহ ও ভ্যাপসা গরমে ধানকাটা শ্রমিকের নাজেহাল।স্থানীয় শ্রমিকের সংকটে বহিরাগত শ্রমিকের কদর বেড়েছে।

রাজশাহীর  শষ্য ভান্ডার খ্যাত তানোর উপজেলায় চলতি ইরি-বোরো মৌসুমে  সিংহভাগ  মাঠে এখন বোরো ধানের সবুজ আভা কেটে হলুদ বরণ ধারণ করে পাকতে শুরু করেছে। বোরো ধানের সোনালী শীষে দুলছে কৃষকের স্বপ্ন। পাকা ধান ঘরে তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কৃষকরা বলছে, ধানের চারা রোপণ থেকে শুরু করে শেষ সময় পর্যন্ত আবহাওয়া অনুকূল রয়েছে। এ কারণে ধানক্ষেতে রোগ-বালাই ছিল কম। ধান কাটা-মাড়াই পর্যন্ত এমন আবহাওয়া থাকলে বাম্পার ফলনের আশা করছে।

সরেজমিন দেখা গেছে, উপজেলার  চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি)চৌকির ঘাট, রাতৈল, দেওতলা,বেড়লপাড়। তানোর পৌরসভার কালীগঞ্জহাট, মাসিন্দা, হাবিবনগর, আকচা, বুরুজ, ভদ্রখন্ড, জিওল, চাঁদপুর, আমশো, মুথরাপুর, তাতিয়ারপাড়া, গোল্লাপাড়া, কুঠিপাড়া,গুবিরপাড়া, সিন্দুকাই, ধানতৈড়, চাপড়া, গোকুল, তালন্দ, কলমা ইউপির কুজিশহর, চন্দনকোঠা, আজিজপুর গ্রামে বিলের জমিতে ধান কাটা চলছে। এছাড়াও কামারগাঁ ইউপির কামারগাঁ, দমদমা, শ্রীখন্ডা, মজুমদার পাড়া, বাতাসপুর, কৃষ্টপুর, পারিশো দূর্গাপুর, মাড়িয়া, মাদারিপুর, ভবানীপুর, জমসেদপুর ও মালশিরা বিলের জমিতে ধান কাটা শুরু হয়েছে।

তানোর পৌর এলাকার ধানতৈড় মহল্লার কৃষক মুনসুর রহমান বলেন, অনেকের ধান কাটা হয়েছে, কিন্তু মাড়াই হয়নি। তার ছোট ভাই আফসার দুই বিঘা জমির ধান মাড়াই করে ২০ মন করে ৪০ মন ফলন হয়েছে। যাদের নিজস্ব জমি তাদের রোপণ থেকে মাড়াই পর্যন্ত ২০ হাজার টাকা করে খরচ হবে। আর যারা লীজ নিয়ে আবাদ করেছে তাদের ২৫ হাজার টাকা করে বিঘায় খরচ হবে। তিনি আরো জানান আবহাওয়া অনুকূলে থাকার কারনে সময় মত রোপন ও উত্তোলন করতে পারছেন বিল পাড়ের কৃষকরা।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে,  তানোরে চলতি মৌসুমে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৪ হাজার ২০০ হেক্টর, কিন্তু চাষাবাদ হয়েছে ১৪ হাজার ১৩০ হেক্টর, ৭০ হেক্টর জমিতে বোরো চাষ হয়নি। তানোরের বিলকুমারী বিলের চাঁন্দুড়িয়া ইউপি থেকে কামারগাঁ ইউপি পর্যন্ত আগাম বোরো চাষ হয়েছে ৩৯৪ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে ৮৪ দশমিক ৮০০ মেট্রিক টন। গত ১৫ মার্চের আগে যে সব জমিতে ধান রোপন করা হয় সেগুলো বোরো আবাদ হিসেবে ধরা হয়। আর ১৫ মার্চের পরে যে সব জমি রোপন হয় সেগুলোকে আউশ চাষাবাদ হিসেবে ধরা হয়। এবারে ৭ হাজার ৭৫০ হেক্টর জমিতে আউশ চাষ হয়েছে।

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ বলেন, বোরো রোপনের শুরু থেকে এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে আছে। বিলের বোরো ধানে রোগ বালাই তেমন ছিল না। দু’এক জায়গায় হলেও মাঠ কর্মীদের সঠিক পরামর্শে সেটা দূর করা হয়েছে। আশা করছি বরাবরের মতই এবারো বিলের জমিতে ভালো ফলন হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.