× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিক্ষার পরিবেশ উন্নয়নে জবি ছাত্রদলের বুকশেলফ উপহার

ফাহিম হাসনাত, জবি প্রতিনিধি।

২৮ এপ্রিল ২০২৫, ১৫:০৪ পিএম

ছবি- সংবাদ সারবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় লাইব্রেরীতে বইয়ের সংগ্রহ সমৃদ্ধ করতে দুটি বুকশেলফ প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। শিক্ষার পরিবেশ উন্নয়ন ও পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গত রবিবার জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিন ও যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদের নেতৃত্বে বুকশেলফ দুটি লাইব্রেরিতে স্থাপন করা হয়। এ সময় লাইব্রেরিতে পড়তে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ও পাঠাগার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, শিক্ষার পরিবেশ উন্নত করতে ও পাঠাভ্যাস বৃদ্ধিতে আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলাম, এবং ভবিষ্যতেও থাকবো। শিক্ষার্থীদের প্রয়োজনে আরও শিক্ষামূলক বিভিন্ন উদ্যোগ আমরা গ্রহণ করবো।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের পাঠাগারের জন্য বুকশেলফ দেওয়ার প্রতিশ্রতি দিয়েছিল জবি ছাত্রদল। রবিবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে দুটি বুকশেলফ প্রদান করা হয়। পাশাপাশি তারা নিয়মিতভাবে পত্রিকা সরবরাহের প্রতিশ্রুতি অব্যাহত রেখেছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.