× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাভারে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের

সাভার প্রতিনিধি ।

২৮ এপ্রিল ২০২৫, ১৬:২৯ পিএম

ছবি : সংবাদ সারাবেলা

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। 

রোববার (২৭ এপ্রিল) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ও আজ সোমবার সকালে গেন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাত ১১টার দিকে ব্যাংক টাউন এলাকায় হৃদয় ও আরতী নামে দুই ব্যক্তি রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি দ্রুত গতির প্রাইভেটকার তাদের দুইজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। হৃদয় ব্যাংক টাউন মহল্লার ধীরেনের ছেলে ও আরতী একই এলাকার রাকেশের স্ত্রী।

অপরদিকে আজ ভোর সাড়ে ৬টা নাগাদ ঢাকা-আরিচা সড়কের গেন্ডা এলাকায় নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে আনোয়ারুল ইসলাম (৩৩) নামের একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

পথচারীরা জানান, রাতে নওগাঁ থেকে নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল সাড়ে ৭টার দিকে বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হয়। এছাড়াও বাসে থাকা আরও তিনজন ব্যক্তি আহত হয়েছেন।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.