× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুলবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

মাহফুজার রহমান মাহফুজ ,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি।

২৮ এপ্রিল ২০২৫, ১৬:৫১ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নেই স্লোগানকে সামনে রেখে  জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার বেলা ১১ টায়  ইম্পাওয়ারিং গার্লস এন্ড কমব্যাটিং চাইল্ড ম্যারেজ প্রকল্পের আওতায় আইনি পরামর্শ বিষয়ক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।  

উপজেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রেহনুমা তারান্নুম। 

সভায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাতাব হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর কবীর, উপজেলা হিসাবরক্ষণ অফিসার একরামুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, সাইফুর রহমান সরকারি কলেজের প্রভাষক শংকর কুমার সেন, অ্যাকশন এইড বাংলাদেশের ম্যানেজার চাইল্ড স্পন্সর শিপ প্রকল্পের আব্দুল্লাহ আল মামুন,ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোর্শেদ আলম, পানিমাছ কুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তা শেখসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

সভায় উপজেলার সকল প্রাথমিক, নিম্ন-উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.