"কিডনি রোগে বিনা চিকিৎসায় আর নয় মৃত্যু—চাই কক্সবাজারে ডায়ালাইসিস সেন্টার" স্লোগানে কক্সবাজার সদর হাসপাতালে সরকারিভাবে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ(২৮ এপ্রিল) সকাল ১০ টার সময় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির জেলা সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, জামায়াত মনোনীত এমপি প্রার্থী শহীদুল আলম বাহাদুর (ভিপি বাহাদুর), সাবেক কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, পরিবেশ আন্দোলনকর্মী কলিম উল্লাহ এবং আমরা কক্সবাজারবাসীর সাধারণ সম্পাদক নাজেম উদ্দিন,তরুণ সংগঠক ইমরান হোসাইন নবীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, "আগামী এক মাসের মধ্যে ৪০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপনের অগ্রগতি দৃশ্যমান না হলে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে। কিডনি রোগীদের জীবন বাঁচাতে এখনই কার্যকর পদক্ষেপ জরুরি।"
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয় এবং তার কপি সিভিল সার্জনকেও হস্তান্তর করা হয়েছে।