আজ সোমবার সকালে পৌর ষ্টেডিয়াম মাঠে অনুর্ধ্ব ১৫ ফুটবল প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এতে প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ঝালকাঠি জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা তথ্য অফিসার লেলিন বালা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আঃ জব্বার, ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থা সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু, সাংবাদিক মোঃ উজ্জ্বল রহমানসহ প্রাক্তন খেলোয়াড় ও ফুটবল কোচ নুর নবী ও অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দরা
ঝালকাঠি জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম বলেন, তৃনমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এ প্রশিক্ষণ শেষে বাছাইকৃত ০৫ জন বিভাগীয় ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের করার সুযোগ পাবে।