× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গোপালগঞ্জে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি।

২৮ এপ্রিল ২০২৫, ১৮:১৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

গোপালগঞ্জে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে সোমবার (২৮ এপ্রিল) সকাল ৯ টায় গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণের সামনে রং-বেরঙের বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক।। 

এর আগে তিনি আমন্ত্রিত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও আইনজীবীদের সাথে নিয়ে আদালত প্রাঙ্গনে অস্থায়ীভাবে নির্মিত ১। স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয়, ২। পরামর্শ কেন্দ্র, ৩। পিঠা/ জুস কর্ণার, ৪। লিগ্যাল এইড মেলা এবং ৫। লিগ্যাল এইড মেলা সহ মোট ৫টি স্টলের ফিতা কেটে উদ্বোধন করেন।

পরে আদালত প্রাঙ্গণের সামনে থেকে "দ্বন্দ্বে কোন আনন্দ নেই, আপস করো ভাই -- লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” -- এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গোপালগঞ্জ শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে শেষ হয়। 

পরে কোর্ট চত্বর থেকে লিগাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ -এর নেতৃত্বে এক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক -এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, পবিত্র গীতা ও বাইবেল পাঠের মধ্যদিয়ে আলোচনা সভা শুরু হয়। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোপালগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ তামান্না ফারাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম তুলে ধরেন গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মোহাম্মদ সফিকুল ইসলাম। উক্ত আলোচনা সভায় গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক  (জেলা ও দায়রা জজ) সৈয়দ আরাফাত হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস এম তারেক সুলতান, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) কাজী মাহবুবুল আলম, সিভিল সার্জন ডা. আবু সাইদ মোঃ ফারুক, গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এম. এম. নাসির আহমেদ, সাধারণ সম্পাদক এম জুলকদর রহমান, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশুলী (জিপি) এ্যাড. এ আলম সেলিম, পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. কাজী আবুল খায়ের, জেলা লিগ্যাল এইড কর্তৃক সুবিধাভোগী একজন তার সেবা প্রাপ্তির বিষয়ে বক্তব্য প্রদান করেন।  

এ সময় গোপালগঞ্জ বিচার বভাগের সকল বিচারকগণ, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস, জেলার তানিয়া জামান, সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক ডা.দিবাকর বিশ্বাস, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার মোঃ আল-আমিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. চৌধুরী খসরুল আলম, সাবেক জিপি এ্যাড. দেলোয়ার হোসেন সরদার, এ্যাড. শারমীন জাহান, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি বি এম জুবায়ের হোসেন সহ জেলা আইনজীবী সমিতির অন্যান্য আইনজীবীগণ ও জেলা বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতি সিনিয়র জেলা দায়রা জজ মোহাম্মদ সামছুল হক গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির বিজ্ঞ আইনজীবী এ্যাড.শারমীন জাহানকে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে মনোনীত হওয়ায় তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এরপর অনুষ্ঠানের সভাপতি গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক জাতীয় আইনগত সহায়তা দিবস -২০২৫ এর ওপর বিস্তারিত আলোচনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.