× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জবিতে জুলাইয়ের হামলার ঘটনায় তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি; পরিচয় গোপন রাখার আশ্বাস

ফাহিম হাসনাত, জবি প্রতিনিধি ।

২৮ এপ্রিল ২০২৫, ১৮:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন জুলাই ২০২৪-এ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার সঙ্গে জড়িত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  

আজ (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ জুলাই ২০২৪ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত সময়কালে ক্যাম্পাস ও তার বাইরে সংগঠিত বেআইনি ও সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিত অভিযোগ, অভিযুক্তদের বিস্তারিত বিবরণ এবং স্বপক্ষে প্রমাণসহ সিলগালাকৃত খামে জমা দিতে বলা হয়েছে। অভিযোগকারীর তথ্য ও পরিচয় কঠোর গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।  

এর আগে, এ বিষয়ে তদন্তের জন্য বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়াকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।  

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া বলেন, “আমাদের কমিটির কার্যক্রম আমরা বৃহত্তর পরিসরে শুরু করেছি। ক্যাম্পাসের ভেতর ও বাইরে যে কোনো আক্রান্ত ব্যক্তির তথ্য সংগ্রহের জন্য আমরা বিভাগ, দপ্তর, ইনস্টিটিউটসহ সংশ্লিষ্ট সকলের কাছ থেকে সিলগালা খামে তথ্য আহ্বান করেছি। ইতিমধ্যে কিছু অভিযোগ জমা পড়েছে, সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আমরা চাই, কেউ যেন বলতে না পারে যে তাদের অভিযোগ নেয়া হয়নি। পরবর্তীতে এসব অভিযোগের ভিত্তিতে শুনানি, গণশুনানি ও ইন্টারভিউয়ের মাধ্যমে তদন্তের কাজ এগিয়ে নেওয়া হবে।”  

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের স্বার্থে প্রত্যেকটি তথ্য ও অভিযোগ যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.