× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামগড় স্বাস্থ্যকমপ্লেক্সে পানির ফিল্টার ও সোলার প্যানেল প্রদান

মো.মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি।

২৮ এপ্রিল ২০২৫, ১৮:৫১ পিএম

ছবিঃ সংগৃহীত।

খাগড়াছড়ির রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানির ফিল্টার ও সোলার প্যানেল সহ ৪টি আইপিএস প্রদান করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে রামগড়  উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন সরেজমিনে উপস্থিত থেকে উক্ত সামগ্রী প্রদান করেন। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২৪-২৫ অর্থবছরের আওতায় এডিপি থেকে ১টি Water Purification Filter (যা প্রতি ঘন্টায় ১শ লিটার পানি পিউরিফাই করে) এবং একটি ৩শ ওয়াট ক্ষমতাসম্পন্ন Hybrid Solar Plant স্থাপন সহ টিআর বরাদ্দ থেকে চারটি আইপিএস প্রদান করেন। 

এদিকে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশাসনের সহযোগিতায় উচ্চ ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্যানেল ও পানির ফিল্টারসহ আইপিএস প্রদান করায় হাসপাতালের দীর্ঘদিনের অফুরন্ত চাহিদা পুরণ হয়েছে বলে জানান রোগী- অভিভাবকসহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.