× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নালিতাবাড়ীতে ভোগাই নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

পুলক রায়, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি।

২৮ এপ্রিল ২০২৫, ১৯:৪৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শিমুলতলা এলাকা থেকে দুই দিন আগে নিখোঁজ হওয়া জাহাঙ্গীর আলম ওরফে আলম (২৬) নামের এক রং মিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে ভোগাই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জাহাঙ্গীর ওই এলাকার ছামেদুল ইসলামের ছেলে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য আলমগীর (৪০) নামে তার এক প্রতিবেশীকে আটক করেছে পুলিশ।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, শনিবার রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন জাহাঙ্গীর। মাদকাসক্ত থাকার কারণে প্রথমদিকে পরিবার বিষয়টিকে ততটা গুরুত্ব দেয়নি। সোমবার বেলা এগারোটার দিকে নদীর পানিতে ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহের শরীরে পঁচন ধরায় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র ও স্বজনদের মাধ্যমে মরদেহের পরিচয় নিশ্চিত করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওসি সোহেল রানা।

স্বজনদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, কয়েকদিন আগে জাহাঙ্গীরের সঙ্গে আটককৃত আলমগীরের ঝগড়া হয়েছিল। সেই সূত্র ধরেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.