ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি (এফডিসি) এর আয়োজনে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল ফেনীতে স্থাপনের দাবিতে সোমবার (২৮ এপ্রিল) ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহবায়ক ইমন উল হকের সভাপতিত্বে এবং কাউসার চৌধুরী মুন্না ও জিয়াউল হক টিটুর যৌথ সঞ্চালনায় মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়।
এতে একাত্বতা পোষণ করে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল,সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তপন কর, জেলা সিপিবি নেতা মহিবুল হক রাসেল, ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইকবাল আলম, সুজন ফেনী পৌর সভাপতি জাহিদ হাসান বাবলু,৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম মামুন, সাধারণ সম্পাদক আবুল হাসনাত শিমুল, এফডিসি'র সাধারণ সম্পাদক শান্তি চৌধুরী, সহ-সভাপতি মহিউদ্দিন সেলিম, যুগ্ম সম্পাদক মোতাহের হোসেন তারু, সাংগঠনিক সম্পাদক অজিত বরন দাস, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ভূঁইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো: হারুন উর রশিদ, প্রচার সম্পাদক দিদার মজুমদার প্রমুখ।