× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কমলগঞ্জে ধর্ষনের অভিযোগে মামা গ্রেফতার

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।

২৮ এপ্রিল ২০২৫, ২০:৪৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের লক্ষীপুর এলাকায় মামা কতৃক ভাগনিকে (শিশু) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার (২৮ এপ্রিল) মামা কান্ত মালাকার (২১) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটকের সত্যতা নিশ্চিত করেছেন শমসেরনগর পুলিশ ফাঁড়ি।

পুলিশ সুত্রে জানা, যায়,ঘটনার পরদিন নির্যাতিত শিশুটির মা ইতি রানি মল্লিক বাদী হয়ে কমলগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানাযায়, মামা কান্ত মালাকার পটেটো চিপস এর লোভ দেখিয়ে আপন ভাগ্নীকে নিজ বসত ঘরে ধর্ষন করে । পরে মা ইতি রানি শিশুটিকে (৭) কান্না করে দেখে জানতে চাইলে মামা তাকে ধর্ষন করেছে বলে জানায়। ঘটনার পর শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে অভিযুক্ত কান্ত মালাকার কে গ্রেফতার করেছে শমশেনগর পুলিশ ফাড়ি

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভূইয়া বলেন,, আসামি কান্ত মালাকারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.