মাদারীপুরে এ্যাথলেটিক্স ও গ্রামীণ খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকালে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২৪-২৫ অর্থ বছরের আওতায় এ্যাথলেটিক্স ও গ্রামীণ খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মাদারীপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বী।
জেলা ক্রীড়া অফিসার সমীর বাইনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: শহিদুল ইসলাম মুন্সি, জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ফিরোজ জামান, ক্রীড়া সংগঠক জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য খান আতিকুর রহমান লাবলু ও জুবায়ের আহমেদ নাফি ইউ. আই সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুল হোসেন, ক্রীড়া সংগঠক ও কোচ মুসফিকুর আহসান নবীন অংগ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ প্রাক্তন খেলোয়াড়, কোচ ও অন্যরা।
প্রতিযোগিতায় ০৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তৃনমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাছাইকৃত ৪০ জন প্রশিক্ষনার্থী মাসব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করার সুযোগ পাবে এবং ২৯ এপ্রিল ২০২৫ তারিখ হবে প্রশিক্ষণ শুরু হবে।