× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্রিজ আছে, সংযোগ সড়ক নেই : দুর্ভোগে হাজারো মানুষ

মো. শহিদুল ইসলাম, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।

২৯ এপ্রিল ২০২৫, ১৫:৪১ পিএম

ছবি:সংবাদ সারাবেলা

টাঙ্গাইলের ভূঞাপুরে ৩০ বছর আগে নির্মাণ করা দুটি ব্রিজ কোনো কাজেই আসছেনা বলে জানিয়েছেন স্থানীয়রা। সংযোগ সড়ক না থাকায় ভোগান্তিতে পড়েছে স্থানীয় লোকজন। মাদকসেবীরা খুলে নিচ্ছে রড, খসে পড়ছে পলেস্তার। ব্রিজ দু'টি কাজে না আসায় দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভূঞাপুর উপজেলার কুকাদাইর, জিগাতলা, বামনহাটা, রামপুর, গোপিনাথপুর, সরইপাড়াসহ হাজারো মানুষের দুর্ভোগ দূর করতে প্রায় ৩০ বছর আগে দুটি ব্রিজ নির্মাণ করা হয়। জিগাতলা উত্তরপাড়া এলাকায় এ ব্রিজ দুটি নির্মাণ কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এলাকাবাসীর পক্ষ থেকে দাবি উঠে সংযোগ সড়কের। তবে ৩০ বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত এর বাস্তব প্রতিফলন ঘটেনি। ফলে ব্রিজ দুটি কোন কাজেই আসছেনা স্থানীয়দের। ইতোমধ্যেই ব্রিজের রড খুলে নিয়ে গেছে মাদকসেবীরা, খসে পড়ছে পলেস্তার। যাতায়াতের রাস্তা দখল করে নির্মাণ করা হয়েছে ঘরবাড়ি, রোপন করা হয়েছে গাছপালা, চাষ হচ্ছে সবজির। লাখ লাখ টাকা সরকারি অর্থায়নে জনস্বার্থে নির্মাণ করা ব্রিজ দুটি এখন স্থানীয়দের গলার কাঁটা। দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে যাতায়াতের উপযোগী করে গড়ে তোলার দাবি এলাকাবাসীর।

জিগাতলা গ্রামের বাসিন্দা খন্দকার মাসুদ বলেন, ছোট থেকেই দেখে আসছি ব্রিজ আছে কিন্তু সংযোগ সড়ক নেই, এই কারণে বেশ কয়েকটি গ্রামের হাজারো মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। সন্ধ্যা হলেই মাদকসেবীদের আড্ডা বসে এই দুটি ব্রিজে, মেয়েরা তো দূরের কথা সাধারণ মানুষও এই রাস্তা দিয়ে চলাচল করতে সাহস পায়না। দ্রুত ব্রিজ সংস্কারসহ দু'পাশে মাটি ফেলে রাস্তা সচল করা জরুরী হয়ে পড়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন জানান, সরেজমিনে তদন্ত করে ব্রিজ দুটি সংস্কারপূর্বক সংযোগ সড়কের ব্যবস্থা করে দেয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.