× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ময়মনসিংহ আয়মন নদী আখালিয়া ফুলবাড়ীয়া অংশ পূণ: খনন পরিদর্শন

সেলিম মিয়া, ফুলবাড়িয়া প্রতিনিধি।

২৯ এপ্রিল ২০২৫, ১৭:১০ পিএম

ছবিঃ সংগৃহীত।

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ আয়মন নদী, আখালিয়া ফুলবাড়ীয়া অংশ পূর্ণ খনন পরিদর্শন করেন ময়মনসিংহ পানি উন্নয়ন বোডের্র  নির্বাহী প্রকৌশলী মোঃ আখলাক উল জামিল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি)  রুকনুজ্জামান, পৌর বিএনপির আহবায়ক একে এম শমসের আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ছাইফুল ইসলাম বাদল, কামরুজ্জামান মীর আজাদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আবুল ফজল, ওমর ফারুক মাষ্টার, বিএনপির নেতা রফিকুল ইসলাম মাখন, ফুলবাড়ীয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি ও বিএনপির নেতা অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা যুবদলের সহ সভাপতি আজাহারুল আলম রিপন, আনোয়ার সাহাদাত আনার, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান সোহাগ,কৃষক দলের যুগ্ন আহবায়ক প্রভাষক রেজাউল করিম রাসেল, ছাত্রদলে সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন, যুবদলের ইকবাল হোসেন, ইউপি সদস্য শাহাজাহান খান, মোঃ আব্দুস সাত্তার, ছাইফুল প্রমুখ।

ফুলবাড়িয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি ও বিএনপির নেতা অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, ফুলবাড়ীয়া উপজেলাবাসীর প্রাণের দাবি ভালুকজান ব্রীজ হইতে চান্দের বাজার ব্রীজ পর্যন্ত একটি ওয়াক ওয়ে রাস্তা হলে মেইন রোডে কোন যানজট থাকবে না। স্কুল কলেজের শিক্ষার্থীরা অল্প সময়ে তারা স্কুলে পৌঁছে যেতে পারবে। ওয়াক ওয়ে রাস্তাটি হলে দৃষ্টিনন্দন পার্ক হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম বলেন, যে কোন দাবী গণদাবীতে পরিণত হলে, তার পূরণ হতে সময় লাগে না। আপনাদের কাঙ্খিত দাবী যৌক্তিক এটি যত দ্রæত বাস্তবায়ন করতে পারবো, ততবেশি আনন্দিত হবো। যে সব জায়গায় জবর দখল হয়ে আছে আমরা তাদেরকে প্রথমে বুঝাতে চেষ্টা করবো, তারপরও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের  নির্বাহী প্রকৌশলী মোঃ আখলাক উল জামিল বলেন, আয়মন নদী ফুলবাড়িয়া অংশ সহ ৪২ কিলোমিটার পুণ: খনন কাজ চলছে। গত ২০২৪ সাল থেকে ২০২৫ সাল এপ্রিল ও মে মাসে কাজ শেষ হওয়ার কথা। নদীর কিছু জায়গায় গভীরতা কম থাকায় নদীর স্রোত কমে গেছে। কিছু কিছু জায়গায় নদী বেদখল হয়ে গেছে। কিছু জায়গায় নদীর গভীরতা ৯ মিটার, কিছু জায়গায় অনেক চড়া হয়ে গেছে। নদী কেটে খাল বানানো আমাদের কাজ না। কোন সুযোগ নেই, আসল খাস জায়গায় আমরা আছি। নদী নদীই রয়ে গেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.