× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ৬ জনের কারাদন্ড

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি।

২৯ এপ্রিল ২০২৫, ১৭:১২ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর এলাকায় সোমবার (২৮ এপ্রিল)  দিবাগত রাতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নদীর পাড়ের সরকারি জমির মাটি কেটে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যের প্রতি হুমকি সৃষ্টি করায় মোট ০৬ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,  নদী তীরবর্তী মাটি কাটায় মো: জয়নাল আবেদীন (৫২) কে চার মাস কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, মো: ইসমাইল (৩৫) কে তিন মাস কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, মো: সাদ্দাম (৩৩) কে তিন মাসের কারাদন্ড এবং মো: আরিফ (৩৫), মো: ইসরাফিল (২৩) ও মো: জাহাঙ্গীর (৩৫), এই তিনজনের প্রত্যেককে এক মাস করে কারাদন্ড পাশাপাশি ১০০ টাকা করে জরিমানা প্রদান করা হয়।

এসময় একটি এস্কেভেটর ও দুইটি ট্রাক জব্দ করা হয়। এস্কেভেটর আনার সুযোগ না থাকায় বিনষ্ট করা হয় ও ট্রাক দুইটি হেফাজতে রাখা হয়েছে।
অভিযান পরিচালনায় ছিলেন সদর উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট 
সজীব তালুকদার। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার জানান, এসব গণশত্রুদের দৌরাত্ম্যে একদিকে ঊর্বর জমি বিলীন হচ্ছে, অন্যদিকে নদী ও খাল ভাঙনের আশঙ্কা করছেন স্থানীয়রা। এতে হুমকির মুখে পড়েছে এলাকার জীববৈচিত্র্য, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশের ভারসাম্যও। 

মাটি দস্যুদের দৌরাত্ম্যে ফেনী সদরে আশঙ্কাজনক হারে ঊর্বরতা হারাচ্ছে ফসলি জমি। হুমকির মুখে পড়ছে নদী–খাল। এ দস্যুরা রাতের আঁধারে সাবাড় করে দিচ্ছে ফসলি জমির ওপরের অতিগুরুত্বপূর্ণ পুষ্টি সমৃদ্ধ মাটি (টপ সয়েল) এবং নদীর পাড়ের মাটি ও বালু।
মাটি ব্যবসায়ীদের লুট থেকে বাদ যাচ্ছে না মালিকানা জমি, খাসজমি, খাল ও নদীর পাড়।

তিনি জানান, গভীর গর্ত করে মাটি কেটে নেওয়ায় কৃষিজমি জলাশয়ে পরিণত হয়েছে। জমিতে বোরো ধান আর মৌসুমী চাষ করা হতো। গভীর গর্ত করে মাটি কাটায় ওই সব জমিতে দিন দিন কমে যাচ্ছে ফসল উৎপাদন। ফলে পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।সকলে মিলে এদেরকে রুখে দিতে হবে।

অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.