রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে প্রবেশ করে এ অভিযান পরিচালনা করে।
এ সময় দুদকের সদস্যরা রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের কক্ষে প্রবেশ করে তার উপস্থিতিতে সরকারি কাজের বিভিন্ন প্রকল্পের ফাইলপত্রের তল্লাশী করেন ও জিজ্ঞাসাবাদ করেন। এরপর এলজিইডির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীকেও জিজ্ঞাসাবাদ করেন।
জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বলেন, দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে মূলত অভিযান পরিচালনা করা হয়েছে। ঠিকাদারদের বিল প্রদানের ক্ষেত্রে ঘুষ নেওয়া হচ্ছে বলে আমাদের কাছে অভিযোগ ছিলো। আমরা ফাইল পত্র দেখেছি। নির্বাহী প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করেছি। তার বিরুদ্ধে সরাসরি ঘুষ নেওয়ার প্রমান পাইনি। কাজ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট ঠিকাদার কাজ না করে অন্য কোন ঠিকাদার দিয়ে কাজ করানো হচ্ছে। এইধরনের কাজ অনিয়মের মধ্যেই পরে। কাজের মান ও এক্সপার্ট নিয়োগ করে আমরা সরেজমিনে দেখে প্রতিবেদন দেবো বলে জানান অভিযান পরিচালনায় দায়িত্বে থাকা কর্মকর্তারা। সার্বিক কাজ সম্পাদন শেষে কমিশন বরাবর রিপোর্ট প্রেরণ করা হবে বলেও জানান তারা।
উল্লেখ্য, রাজশাহীর এলজিইডির নামে সরকারি বিভিন্ন প্রকল্পে নয়ছয় ও দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা করার অভিযোগ রয়েছে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে।