× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রবাস ফেরত যুবকের সঙ্গে প্রতারণা ও প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল ২০২৫, ১৮:০১ পিএম । আপডেটঃ ২৯ এপ্রিল ২০২৫, ১৮:১৯ পিএম

অভিযুক্ত রোমান। ছবিঃ সংগৃহীত।

কুমিল্লার কোতোয়ালী থানার অন্তর্ভুক্ত পূর্ব চানপুর এলাকায় প্রবাস ফেরত এক যুবকের সঙ্গে প্রতারণা প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে রোমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী ফরহাদুর রহমান মুন্না (৪৩) কোতোয়ালী থানার অন্তর্ভুক্ত পূর্ব চানপুরের বাসিন্দা মোঃ মহসীনের পুত্র।  

মুন্না জানান, গত বুধবার (২৩ এপ্রিল) অল্পদিনের পরিচয়ের রোমান তার বাসায় এসে কাকুতি-মিনতি করে তার মোটরসাইকেল নিয়ে যায়। এরপর থেকে রোমানের কোনো খোঁজ পাওয়া যায়নি।

মুন্নার অভিযোগ, রোমানের স্ত্রী ফোনে জানান, রোমান মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ায় বাইকটি নষ্ট হয়ে গেছে। এরপর থেকে তারা নানা অজুহাত দেখিয়ে বাইক ফেরত দিতে গড়িমসি করতে থাকে।

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, রোমান সোমবার (২৭ এপ্রিল) বেশ কয়েকজন সন্ত্রাসী নিয়ে এসে তার বাড়িতে আক্রমণ চালায় তাকে প্রাণনাশের হুমকি দেয়।

পরে ভুক্তভোগী দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯- ফোন করে পুলিশকে এই ঘটনা জানান। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আক্রমণকারীরা পালিয়ে যায়।

রোমানের এক আত্মীয় জানান, তাদের সঙ্গে রোমানের কোনো সম্পর্ক নেই।

এদিকে, ভুক্তভোগী মুন্না জানিয়েছেন, গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) তিনি এ বিষয়ে কোতোয়ালী মডেল  থানায় একটি অভিযোগ দায়ের করেন।

স্থানীয়দেরও অভিযোগ, কুমিল্লার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় এলাকায় সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ মানুষ খুবই আতঙ্কিত। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.