× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বদরগঞ্জ দামোদরপুর ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ' সাময়িক দরখাস্ত

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।

২৯ এপ্রিল ২০২৫, ১৮:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউপি চেয়ারম্যান শেখ আবু বকর সিদ্দিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে ওই তথ্য জানা গেছে। মুঠোফোনে এর সত্যতা নিশ্চিত করেছেন সহকারী কমিশনার মাহমুদুল হাসান।

জানা যায়, এক রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ার অভিযোগে শেখ আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে চূড়ান্তভাবে অপসারণের জন্য কারণ দর্শানোর নোটিশ দিয়ে ১০ কার্যদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে বলে জানিয়েছেন।

ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আবু বকর সিদ্দীক উম্মে কলিমা নামের এক রোহিঙ্গা নাগরিককে জন্মসনদ দিয়েছেন। তদন্তে সুস্পষ্টভাবে তা প্রমাণিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে আপনাকে (আবু বকর সিদ্দীক) ১৭ এপ্রিল সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯–এর ৩৪ (৪)(খ)(ঘ) ধারায় অপরাধ সংঘটিত করায় আপনার পদ থেকে আপনাকে কেন অপসারণ করা হবে না, তা পত্র পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে জবাব দিতে বলা হয়েছে।

এ ব্যাপারে দামোদরপুর ইউপির চেয়ারম্যান শেখ আবু বকর সিদ্দীক মুঠোফোন বলেন, ‘আমি কোনো রোহিঙ্গা নাগরিককে জন্মসনদ দিইনি। স্থানীয় সরকার বিভাগ থেকে আমাকে সাময়িক বরখাস্ত করার খবর জানার পরেই আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি বলে জানিয়েছেন তিঁনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.