× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবিলম্বে বিতর্কিত নারী বিষয়ক সুপারিশমালা বাতিল ঘোষণা করতে হবে : মাওলানা আবদুল হালিম

আতিকুর রহমান আতিক, গাইবান্ধা প্রতিনিধি ।

২৯ এপ্রিল ২০২৫, ১৮:২৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশমালা পবিত্র কুরআনের বিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক এবং ইসলাম ও মুসলিম পরিচয়ের সাথে সাংঘর্ষিক। এই প্রস্তাবনার মাধ্যমে দেশের ধর্মীয় মূল্যবোধ ও ভারসাম্য, পারিবারিক কাঠামো ও সামাজিক স্থিতিশীলতাকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলছে। অবিলম্বে অগ্রহণযোগ্য ও বিতর্কিত নারীবিষয়ক সুপারিশমালা বাতিল করতে হবে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি আবদুল হালিম বলেন, '১৯ এপ্রিল নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হকের নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে যে প্রতিবেদন জমা দিয়েছেন, তা ইসলাম ও মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যশীল নয়। কমিশনের সুপারিশমালার ২৫ পৃষ্ঠায় মুসলিম উত্তরাধিকার আইন বাতিল করে নারী-পুরুষকে সমান সম্পত্তি দেওয়ার দাবি জানানো হয়েছে, যা ইসলামী শরিয়তের পরিপন্থী।
তিনি আরও বলেন, 'আমরা মানুষকে ভালো কাজের দাওয়াত দেই। ইসলামে সৎকাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, আত্মীয়তার হক আদায়ের কথা বলা হয়েছে, সকল মানুষেরই অধিকার সংরক্ষণের কথা বলা হয়েছে, ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকারের কথাও বলা হয়েছে। জামায়াতের দুই জন মন্ত্রীর আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধি পেয়েছে। আগামীতে মানুষ ইনসাফের প্রতীক দাড়িপাল্লা মার্কায় ভোট দিবে ইনশাআল্লাহ।

সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে রুকন সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল করিম, জেলা নায়েবে আমীর ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাজেদুর রহমান।

উপজেলা জামায়াতের সেক্রেটারি আতাউর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান ও মো. ফয়সাল কবির, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, নুরুন্নবী প্রধান, সাইফুল ইসলাম মন্ডল, খাইরুল আমিন, অধ্যাপক ফেরদৌস আলম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান প্রমূখ। 

সম্মেলন শেষে গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের কিশামত ফলিয়া গ্রামের নিহত ইজিবাইক চালক আনিসুর রহমানের (৪২) স্ত্রী ও সন্তানদের মাঝে নগদ ৫২ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.