× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাজিরপুরে এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান

পিরোজপুর প্রতিনিধি।

২৯ এপ্রিল ২০২৫, ১৮:৪২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

নানা অনিয়মের অভিযোগে নাজিরপুর উপজেলা এলজিইডি কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছেন। বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও সাবেক উপজেলা প্রকৌশলি জাকির হোসেন মিয়ার নামে দুর্নীতির অভিযোগ সত্যতা যাচাই করতে মঙ্গলবার (২৯ এপ্রিল) পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি টিম বেলা সাড়ে ১২ টা দিকে এ অভিযান শুরু করে বেলা ২ টার দিকে অভিযান শেষ করেন।


দুদক সূত্র জানা যায়, উপজেলা (এলজিইডি) সাবেক প্রকৌশলীর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহে আসেন দুদক। এসময় তারা প্রকৌশলী জাকিরের অনিয়ম ও দূর্নীতির সত্যতা পান। এসময় তারা অফিসের কম্পিউটার অপারেটর আব্দুস সালাম ২৩ বছর এক কর্মস্থলে ও উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গাফফার ৮ বছর ধরে চাকরি করছেন। আব্দুস সালাম কখনো তার বদলির জন্য আবেদন করেননি। আর উপ-সহকারী প্রকৌশলি আব্দুল গাফফার বদরির জন্য আবেদন করেননি বরং তার বদলি আদেশ প্রত্যাহার করিয়েছেন।

খোঁজ নিয়ে দেখা যায়,  উপজেলা উপ-সহকারী প্রকৌশলি আব্দুল গাফফার দুইটি প্রাইমারি বিদ্যালয়ের কাজ না করিয়ে বিল দিয়ে দেন এক ঠিকাদারকে। বিদ্যালয় দুটি উপজেলার সদর ইউনিয়নের কলতালা গ্রামে একটি অপরটি শ্রারীমাকাঠী ইউনিয়নের কাইলানী সরকারি প্রাথমকি বিদ্যালয়। আর ওই স্কুল দুটির টেন্ডার পায় স্বাগতা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস। গত ৫ই আগষ্ট আ'লীগের পতনের পরে ঠিকাদার লাপাত্তা হওয়ায়। গোপন সূত্রে জানা যায়, বাড়তি বিল পরিষদ করার ঘটনা জানাজানি হলে বর্তমানে উপ-সহকারী প্রকৌশলি গফফার নিজ অর্থয়ানে কাজ চলিয়ে যাওয়ার জন্য স্কুল দুটির কাজের মেয়াদ বাড়িয়েছেন।

অভিযান শেষে পিরোজপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন সাংবাদিকদের জানান, সাবেক প্রকৌশলী জাকির হোসেন মিয়ার বিরুদ্ধে বিস্তর দূর্ণীতি ও অনিয়মের অভিযোগ সত্যতা পাওয়া গেছে। তিনি (জাকির) বর্তমানে সাসপেন্ডে আছেন। তার বিরুদ্ধে তদন্ত চলমান। একই সঙ্গে এই অফিসের কম্পিউটার অপারেটর আব্দুস সালাম ২৩ বছর ও উপ-সহকারী প্রকৌশলি আব্দুল গাফফার ৮ বছর একই কর্মস্থলে আছেন যা বিধিবহির্ভূত। এসময় তিনি আরো বলেন, বিভিন্ন প্রকল্পসহ দু'টি প্রাইমারি স্কুলের কাজ পরিদর্শন করবেন তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.