কিশোরগঞ্জে শ্রমিক অধিকার পরিষদের নবগঠিত জেলা কমিটির আলোচনা সভা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ২৯ এপ্রিল দুপুরে আনন্দ র্যালিটি জেলা শহরের রথখলা মোড় থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি নুরুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল-ইমরান খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন লস্কর।
প্রধান অতিথির বক্তব্যে ইমরান খান বলেন, "আজ থেকে কিশোরগঞ্জে কোনো প্রকার চাঁদাবাজি চলতে দেওয়া হবে না। ২০২৪ এর অভ্যুত্থানকে পুঁজি করে একটি গোষ্ঠী জনগণের ঘাড়ে চাঁদাবাজি চাপিয়ে দিচ্ছে। আমাদের ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ কাজল এবং ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রিপন রাজ সহ গণঅধিকার পরিষদের নেতা কর্মীরা।
আলোচনা সভা শেষে সংগঠনের নেতারা জেলা প্রশাসক ফৌজিয়া খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং জনগণের অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।