× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ত্রিশালের এলজিইডিতে উন্নয়ন প্রকল্পের দুর্নীতি অনুসন্ধানে দুদক, নথি সংগ্রহ

এম এ কালাম, ময়মনসিংহ

২৯ এপ্রিল ২০২৫, ১৮:৫৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

ময়মনসিংহের ত্রিশালের এলজিইডিতে  উন্নয়ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধানে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে।

আজ (২৯ এপ্রিল) সকাল থেকে দিনভর উপজেলার বিভিন্ন এলাকার রাস্তা, ব্রিজ ও কালভার্ট সরেজমিনে পরিদর্শন করে এ অভিযান পরিচালনা করা হয়।

এর আগে সকাল ১০টায় ত্রিশাল উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে হানা দেয় দুদক এনফোর্সমেন্ট টিমের তিন সদস্যের একটি দল। এ সময় দুদক কর্মকর্তারা উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নথিপত্র খতিয়ে দেখে তার কপি সংগ্রহ করেন। পরে তারা উপজেলার মোক্ষপুর, পোড়াবাড়ীসহ বেশ কয়েকটি এলাকায় সরেজমিনে গিয়ে রাস্তা, কালভার্ট ও ব্রিজের উন্নয়ন কাজ খতিয়ে দেখে নমুনা সংগ্রহ করেন।

দুদকের এই এনফোর্সমেন্ট টিমের নেতৃত্বে ছিলেন ময়মনসিংহ দুদক কার্যালয়ের সহকারী পরিচালক (ডিডি) রাজু মো. সারোয়ার হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট কার্যালয়ের উপসহকারী পরিচালক (ডিএডি) মো. রেজোয়ান আহম্মেদ এবং মো. ইব্রাহীম খলিল।

রাজু মো. সারোয়ার হোসেন জানান, সরকারের উন্নয়ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধানে আমরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরেজমিনে কাজ করছি। ইতোমধ্যে বেশ কয়েকটি প্রকল্প খতিয়ে দেখে ইতোমধ্যে বেশ কয়েকটি প্রকল্প খতিয়ে দেখে নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্রের কপি সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে এসব বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.