× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজাপুরে জব্দকৃত ইলিশ মাছ এতিমখানায় বিতরণ

সাজ্জাত বিশ্বাস, রাজাপুর (ঝালকাঠি)

৩০ এপ্রিল ২০২৫, ১৩:০৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

ঝালকাঠির রাজাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছের পোনা নিধন ও বিক্রির অপরাধে ২ জনকে জরিমানা ও আটক করে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত মাছ স্থানীয় ৪ টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।


সোমবার (২৯ এপ্রিল) রাতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাহুল চন্দ।

এর আগে রাজাপুরের তুলাতালা এলাকা থেকে ইলিশ মাছের পোনা বিক্রির সময় অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা।

আটকদের ভ্রাম্যমান আদালতে তোলা হলে বিচারক, মোবাইল কোর্টের মাধ‍্যমে ৬ হাজার টাকা জরিমানা করেন ,একই সাথে জব্দকৃত ৩০ কেজি ইলিশ মাছের পোনা স্থানীয় ৪ টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার বাদুরতলা গ্ৰামের বাসিন্দা আবদুল মজিদ ও উপজেলার উত্তমপুর গ্রামের বাসিন্দা আলমগীর হাওলাদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ জানান, উপজেলার তুলাতলা এলাকা থেকে অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ মাছের পোনা জব্দ করা হয়। সেগুলো চারটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.