× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালকিনিতে হাতকড়াসহ পলাতক সেই ১০ মামলার আসামী গ্রেফতার!

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি।

৩০ এপ্রিল ২০২৫, ১৭:০৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

মাদারীপুরের কালকিনিতে হাতকড়াসহ পালিয়ে যাওয়া সেই ১০ মামলার আসামি আল-আমিন সরদারকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামি মো.আল-আমিন সরদার কালকিনি পৌরসভার ২নং ওয়ার্ডের ঠেংগামারা এলাকার মোস্তফা সরদারের ছেলে। আজ বুধবার দুপুরে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেন। গত মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে র‌্যাব ও কালকিনি থানা পুলিশের যৌথ অভিযানের চালিয়ে তাকে গ্রেফতার করে।

ওসি জানান, গত ১০ এপ্রিল রাতে কালকিনির মাছবাজার এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করে পুলিশ। তাদের হাতে হাতকড়া পরানোর পর পুলিশের ওপর হামলা চালায় তাদের সহযোগীরা। পরে পুলিশের কাছ থেকে আসামিদের ছিনিয়ে নেওয়া হয়। এ সময় ৪ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায় এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গতকাল রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে আসামি আল আমিনকে গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত উক্ত মামলায় ৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কালকিনি থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি আল আমিনের নামে ইতিপূর্বে কালকিনি থানায় ধর্ষন, অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ ১০টি মামলা রয়েছে। 
কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, আল-আমিনের  রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.