দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় নিউজ হওয়ায় হানিফের আত্মীয় পরিচয়ে মোস্তাফিজ বহাল তবিয়তে শীর্ষক শিরোনামে একটি নিউজ প্রকাশ হওয়ায় নড়েচড়ে বসেছেন সোনারগাঁ উপজেলা প্রশাসন।
দূর্নীতির মহারাজা উপজেলা পরিষদের প্রকৌশলীর সহকারী কর্মচারী মোস্তাফিজকে অবশেষে দুর্নীতির দায়ে বিদায় করলেন উপজেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম।বিভিন্ন নিউজে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ হওয়ায় উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের অনেক তথ্য চলে আসে সাংবাদিকদের কাছে। এসকল তথ্যের ভিত্তিতে ওই কার্যালয়ের ধারাবাহিক প্রতিবেদনে অবশেষে মোস্তাফিজকে সরিয়ে দিতে বাধ্য হয় প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সোনারগাঁ প্রতিনিধিকে বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মোস্তাফিজুর রহমানকে প্রকৌশল কাৰ্য্যালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে।