বাঙলা কলেজ শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত দাবির প্রেক্ষিতে অবশেষে যোগ হলো নতুন একটি দোতলা বিআরটিসি বাস। উজ্জ্বল লাল রঙের এই বাসটির নামকরণ করা হয়েছে ‘মুক্তি’। ৩০ শে এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এটি, যা ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফেলিয়েছে।
নতুন এই বাসটি মূলত দুইটি রুটে চলাচল করবে — নবীনগর থেকে বাঙলা কলেজ ক্যাম্পাস এবং ঘাটারচর থেকে ক্যাম্পাস। প্রতিদিন নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে ‘মুক্তি’ বাস, যার ফলে আগের তুলনায় যাত্রীদের যাতায়াত অনেকটাই সহজ ও স্বস্তিদায়ক হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
বিআরটিসির পক্ষ থেকে জানানো হয়েছে, সময়সূচি প্রতিটি রুটের জন্য কলেজ নোটিস বোর্ড এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী ভাড়ার পাশাপাশি নিরাপদ ও নিরবিচারে চলাচল নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এমন উদ্যোগ নেওয়ায় কলেজ প্রশাসন, বিআরটিসি এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এখন দেখার বিষয়, এই উদ্যোগ কতটা কার্যকরভাবে শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে ভূমিকা রাখে।