× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তালতলীতে আরাফাত হত্যা: প্রধান আসামি ঢাকার বাড্ডা থেকে গ্রেপ্তার

সোহেল রিয়ান,তালতলী (বরগুনা) প্রতিনিধি।

৩০ এপ্রিল ২০২৫, ১৭:২৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

বরগুনার তালতলীতে মোটরসাইকেলচালক আরাফাত খান হত্যা মামলার প্রধান আসামি সোহেল সিকদারকে রাজধানীর বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ জালাল জানান, ঘটনার পর থেকেই সোহেল পলাতক ছিল। প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তদন্ত কর্মকর্তা এসআই সুশান্ত, বাড্ডা থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করেন। বর্তমানে তাকে তালতলী থানায় আনা হচ্ছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি রাতে তালতলীর কচুপাত্রা বাজারে অবস্থানকালে আরাফাত খান ও তার বন্ধু হাবিবুল্লাহর ওপর অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। ঘটনাস্থলেই নিহত হন আরাফাত, গুরুতর আহত হন হাবিবুল্লাহ।

এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে তালতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ছাত্রদল নেতা আরাফাত সিকদারসহ স্থানীয়ভাবে পরিচিত কয়েকজনকে অভিযুক্ত করা হয়।

তবে মামলায় প্রকৃত আসামিদের পাশাপাশি কয়েকজন নিরীহ ব্যক্তিকেও জড়ানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে গিয়ে যেন নিরপরাধ কেউ হয়রানির শিকার না হন।

আরাফাত হত্যার প্রতিবাদে এলাকাবাসী একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। তারা দ্রুত বিচার ও নিরীহ ব্যক্তিদের নাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.