ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাওলানা রইস উদ্দীনের হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় নবীনগর প্রেসক্লাবের সামনে আহলে সুন্নাত ওয়াল জামা’আত, নবীনগর উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
নবীনগর শাহ সাহেব বাড়ির জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আলাউদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত, নবীনগর উপজেলা শাখার সভাপতি মুফতি মোঃ এনামুল হক কুতুবী, উপাধ্যক্ষ শায়খ মোহাম্মদ আবুল খায়ের, মাওলানা প্রভাষক মুফতি মোঃ আনোয়ার হোসাইন, মাওলানা প্রভাষক জাবেদুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম আশরাফি।
আরোও বক্তব্য রাখেন, মাওলানা সাইফুল ইসলাম রেজভী, মাওলানা খাজা বাহা উদ্দিন, মাওলানা এম খাইরুল ইসলাম আল আজহারী, মাওলানা মোঃ মানিক রেজা, মাওলানা মুফতি সাইফুল ইসলাম আল ক্বাদেরী, মাওলানা আব্দুল বাছির আল ক্বাদেরী, মাওলানা এমদাদ রেজা আল ক্বাদেরী, মাওলানা আলী শাহ আল নাযেরী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, “মাওলানা রইস উদ্দীন ছিলেন একজন সৎ, শান্তিপ্রিয় ও দ্বীনদার আলেম। তাঁর নির্মম হত্যাকাণ্ড গোটা জাতিকে স্তম্ভিত করেছে।” বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভকারীরা আরও বলেন, “এই হত্যাকাণ্ড নিছক ব্যক্তিগত কোনো বিরোধ নয়; বরং এটি ধর্মীয় মূল্যবোধ ও আলেম সমাজের ওপর কাপুরুষোচিত হামলা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
উপস্থিত বক্তারা আরও বলেন, যদি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হয়, তবে সারাদেশে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। মানববন্ধনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-ওলামা, তৌহিদি জনতা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।