আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে আজ মানিকগঞ্জে শব্দদূষণকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়।
জেলা প্রশাসনের সহায়তায় পরিচালিত এই মোবাইল কোর্টে ৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী মোট ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে ১৪টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মেহদি ইমাম। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা মোঃ ওয়ালী আখের ও অন্যান্য কর্মচারীবৃন্দ। মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিদর্শক মনোয়ারুল ইসলাম। অভিযানে সার্বিক সহযোগিতা করেন মানিকগঞ্জ জেলা পুলিশের সদস্যরা।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দদূষণ রোধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য আরও কার্যক্রম নেওয়া হবে।
উল্লেখ্য, শব্দদূষণ নিয়ন্ত্রণে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানো ও আইন প্রয়োগের মাধ্যমে পরিবেশ সুরক্ষাই ছিল এই মোবাইল কোর্টের মূল উদ্দেশ্য।