× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজশাহীতে পালিত হ'লো আন্তর্জাতিক নৃত্য দিবস

শফিকুল আলম ইমন, রাজশাহী প্রতিনিধি।

৩০ এপ্রিল ২০২৫, ১৮:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

সারাবিশ্বের মত রাজশাহীতে নৃত্য শিল্পীরা পালন করলো আন্তর্জাতিক নৃত্য দিবস। দিবসটি পালনের আয়োজক বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা রাজশাহী শাখা। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে রাজশাহী শিল্পকলা একাডেমিতে  আয়োজনের শুরুতে বিভিন্ন নৃত্য শিল্প প্রতিষ্ঠানের কয়েক শতাধিক নৃত্য শিল্পী বর্ণিল সাজে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নগরীর সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি শিল্পকলা একাডেমি রাজশাহী মিলনায়তনে পৌঁছালে মোমের প্রজ্জ্বলিত শিখায় শিল্পীরা নৃত্য ভঙ্গিমায় অতিথিদের অভ্যর্থনা জানান। নেপথ্যে আনন্দলোকে মঙ্গলালোকে গানের সাথে নৃত্যগুরু হাসিব পান্না,জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার শাহাদাত হোসেন ও নৃত্য শিল্পী সংস্থা রাজশাহীর সভাপতি নৃত্য শিল্পী শহিদুল ইসলাম প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করেন। অনুষ্ঠানের উদ্বোধনী কথন- এ উত্তরাঞ্চলের নৃত্য শিল্পের কর্ণধার খ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কলামিস্ট নৃত্যগুরু হাসিব পান্না, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার শাহাদাৎ হোসেন এবং এটিএন বাংলা'র সিনিয়র স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন ছোটন বক্তব্য প্রদান করেন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংস্থার সাধারণ সম্পাদক নৃত্য শিল্পী ল্যাডলী মোহন মৈত্র। বক্তারা বিশ্ব নৃত্য দিবসের ইতিহাস, জ্যা জর্জেস নভেরার জীবনী এবং সমাজ উন্নয়নের ক্ষেত্রে নৃত্য শিল্পীদের করণীয় এবং অপসংস্কৃতির করল গ্রাস থেকে যুব-তরুন সম্প্রদায়কে রক্ষার বিভিন্ন পন্থা সহ নৃত্য শিল্পের উন্নয়নের ক্ষেত্রে সরকারের পূর্ণ সহযোগিতা কামনা করেন।

নৃত্যানুষ্ঠান পর্বের শুরুতেই নৃত্যশৈলী প্রদর্শন করেন উত্তরাঞ্চলের নৃত্য শিল্পের জনক সংগঠন নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর শিক্ষার্থীরা। এরপর নিপুন কালচারাল একাডেমী, স্পন্দন নৃত্যালয়, উৎপত্তি নৃত্যাশ্রম, ঝংকার নৃত্য শিল্পী গোষ্ঠী
ধ্রুপদালোক, নৃত্যকুঞ্জ, সিঞ্জন, রিমঝিম সাংস্কৃতিক গোষ্ঠী, সোহাগ ডান্স গ্রুপ, জি.বি. ফ্যাশন এন্ড ডান্স একাডেমী, একতা ডান্স একাডেমী, ছন্দ নৃত্য শিল্পী গোষ্ঠী ও ভঙ্গি নৃত্যালয় ও ক্ষুদ্র নৃগোষ্ঠী (সাঁওতাল) কাদামবাহা এনেক দলের শিল্পীরা তাঁদের নৃত্যশৈলী প্রদর্শন করেন।

অনুষ্ঠানের পরিসমাপ্তি হয় শিল্পীদের কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মনিরা রহমান মিঠি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.