ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ১৪টি জাতের বোরো হাইব্রিড ধানের ক্রপ ক্যাফেটেরিয়া মূল্যায়ন ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভালুকজান ব্লকে কৃষকের জমিতে কৃষি বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা, ডিলার, মিলার, কোম্পানীর প্রতিনিধি, কৃষক-কৃষাণী ক্রপ ক্যাফেটেরিয়ার অভিজ্ঞতা মূল্যায়নের জন্য মাঠ পরিদর্শন করেন।
ইন্টারন্যাশনাল রাইস রিচার্স ইনস্টিটিউটের (আইআরআর) অর্থায়নে বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট উদ্ভাবিত ২টি জাত, ইস্পাহানি, ২ টি করে মোট ১২টি, সর্বমোট ১৪ টি ধানের জাত এ ক্রপ ক্যাফেটেরিয়ায় স্থান পেয়েছে। আলোচনায় বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা বিনিময় ও স্কোর প্রদান করেন।
বুধবার (৩০ এপ্রিল) ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ হলরুমে মূল্যায়ন সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহের উপ পরিচালক ড. মোছাঃ নাছরিন আক্তার বানু। চিফ অফ পার্টি, আইআরআরআই বাংলাদেশ ড. মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিএসও ও প্রধান (হাইব্রিড রাইস বিভাগ) ব্রি, গাজীপুর ড. মোঃ জামিল হাসান, সিএসও ও গবেষণা সমন্বয়কারী, বিনা ময়মনসিংহের ড. শামসুন নাহার বেগম, ফুলবাড়ীয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুর মোহাম্মদ।