× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ট্রাক চালককে অর্থদণ্ড

আতিকুর রহমান খান,ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি।

৩০ এপ্রিল ২০২৫, ১৮:১৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অবৈধভাবে বালু পরিবহনের দায়ে একটি ট্রাকসহ বালু জব্দ করা হয়েছে এবং ট্রাকচালক সবুজ মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ (৩০ এপ্রিল) দুপুরে এ দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা  গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে ঝিনাইগাতী উপজেলা সদরে অভিযান চালিয়ে বালুভর্তি একটি ট্রাকসহ চালককে আটক করা হয়। পরে দুপুরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ৪ ধারা লঙ্ঘন এবং ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় ট্রাকচালক সবুজ মিয়াকে উক্ত দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত সবুজ মিয়া শেরপুর সদর উপজেলার সাতপাকিয়া এলাকার আব্দুল আজিজের ছেলে।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন, “জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.