× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মহেশখালীতে যান্ত্রিক পদ্ধতিতে লাগানো কৃষকদের’ ধান কাটা শুরু, উচ্ছ্বসিত কৃষক-কৃষাণী

কক্সবাজার প্রতিনিধি।

৩০ এপ্রিল ২০২৫, ১৮:৫০ পিএম

ছবিঃ সংগৃহীত।

কক্সবাজারের মহেশখালী উপজেলার কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় যান্ত্রিক পদ্ধতিতে লাগানো কৃষকদের ‘কম্বাইন্ড হারভেস্টর’ যন্ত্রের মাধ্যমে বিনামূল্যে ধান কাটার উদ্বোধন করা হয়েছে।

যান্ত্রিক পদ্ধতিতে ৫০ একর জমিতে ধানচাষ করেন কৃষকরা, এবার শুরু হয়েছে ধান কাটা। গতকাল বুধবার  (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার সময়   উপজেলার উপজেলার শাপলাপুর ইউনিয়নের বারিয়া পাড়া এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
 
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচী উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার কৃষি সম্প্রচারণ অধিদপ্তরের উপ- পরিচালক কৃষিবিদ ড. বিমল কুমার প্রামানিক
 মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েত উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার  কৃষিবিদ মোহাম্মদ আনোয়ার হোসেন,  প্রমুখ উপস্থিত ছিলেন।
 এসময় উপজেলা উপসহকারি সকল কৃষি কর্মকর্তারাসহ শতাধিক স্থানীয় কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর কার্যালয় সূত্র জানিয়েছে, কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে মহেশখালীতে ১০০ জন কৃষক যান্ত্রিক পদ্ধতিতে লাগানো ৫০ একর জমিতে ধানচাষ করেন। এসব কৃষকদের পাকা ধান সংগ্রহের জন্য সরকার বিনামূল্যে কম্বাইন্ড হারভেস্টর যন্ত্রের মাধ্যমে ধানাকাটা কর্মসূচি শুরু করেছে। এই কর্মসূচীর আওতায় সকল যান্ত্রিক পদ্ধতিতে লাগানো কৃষকদের পাকা ধান বিনামূল্যে কেটে দেয়া হবে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.