× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কাঠালিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার আসামীর জামিন বাতিল ও বিচারের দাবিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি।

৩০ এপ্রিল ২০২৫, ১৮:৫৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঝালকাঠির কাঁঠালিয়ায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার মামলার আসমী নির্জন সিকদারের জামিন বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

আজ মঙ্গলবার ৩০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি জেলা জজ আদালত প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, একটি শিশুর উপর এমন জঘন্য চেষ্টা করে কেউ জামিনে মুক্ত থাকতে পারে না। আমরা অবিলম্বে নির্জন সিকদারের জামিন বাতিল করে তাকে কারাগারে প্রেরণ এবং দ্রæত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। মামলার বাদী শিশুটির মাকে মামলা তোলার জন্য ভয়ভীতি দেখিয়ে হুমকি দিচ্ছে। মানববন্ধনে বক্তব্য রাখেন আবির লস্কর ও আবদুল কুদ্দুস প্রমুখ্য।

উল্লেখ্য যে, উপজেলার উত্তর চেঁচরী গ্রামের শিশুটির মা দোলা দাস জানান, গত মার্চের ১০ তারিখে আমার ৪ বছরের শিশু কন্যাটি কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে আসে। তখন সে জানায়, নির্জন সিকদার টমেটো খাওয়ানোর কথা বলে তাকে বাড়ির পাশে কলাবাগানে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। পরে এ ব্যাপারে আমি কাঁঠালিয়া থানায় অভিযোগ করলে পুলিশ নির্জনকে আটক করে আদালতে পাঠায়। আদালত তাকে জামিন দেয়। এখন মামলা তোলার জন্য আমাকে ভয়ভীতি দেখিয়ে হুমকি দেয়া হচ্ছে।

অভিযুক্ত নির্জন সিকদারর উত্তর চেঁচরী গ্রামের বিপ্লব সিকদারের ছেলে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.