× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

৩০ এপ্রিল ২০২৫, ১৯:২২ পিএম

ছবি: সংগৃহিত

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে  সিজন্স ড্রেসেস লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা।

বুধবার (৩০ এপ্রিল) সকাল দশটার দিকে এই বিক্ষোভ শুরু হয়। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও গরম পানি নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলছে সেনাবাহিনী।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার কয়েকশ শ্রমিক বকেয়া বেতনের দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে শিল্প পুলিশ-২ এবং টঙ্গী পশ্চিম থানা পুলিশ কয়েক দফা চেষ্টা করেও শ্রমিকদের সরাতে ব্যর্থ হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং গরম পানি ছিটিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, ঈদের আগে অর্ধেক বেতন আর অর্ধেক বোনাস দিয়ে কারখানা ছুটি দেওয়া হয়। ঈদের পরেই বাকি টাকা পরিশোধ করার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি। মালিকপক্ষ গত ২০ এপ্রিল কিছু বোনাস পরিশোধ করলেও ২৮ এপ্রিলের মধ্যে পুরো বেতন দেওয়ার প্রতিশ্রুতি রাখেনি। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

উল্লেখ্য, এর আগেও সিজন্স ড্রেসেস লিমিটেড বেশ কয়েকবার এই কারখানা শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.