চট্টগ্রামের চন্দনাইশে জাঁহাগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফের উদ্যোগে গাজীপুর মব সৃষ্টি করে তরুণ আলেম মাওলানা রইস উদ্দিন কে নির্যাতন ও বিনা চিকিৎসায় কারা হেফাজতে মৃত্যুর ঘটনার প্রতিবাদে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৯ এপ্রিল (মঙ্গলবার) বিকালে কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের সামনে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। পরে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের রওশন হাট এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়।
শাহজাদা মাওলানা খাজা মুহাম্মদ মোবারক আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, শাহজাদা মাওলানা মুহাম্মদ মনজুর আলী, মাওলানা আবুল কাশেম আনসারী, মাওলানা মুহাম্মদ রেজাউল করিম, এডভোকেট মুহাম্মদ দেলোয়ার হোসেন, মাওলানা অলি আহমদ, মুহাম্মদ তৈয়ব আলী, মুহাম্মদ রেজাউল করিম, মাওলানা মুহাম্মদ ইদ্রিস আল-কাদেরী, মাওলানা হাফেজ নাসির উদ্দিন, মো. রাজিব রিফাত, মিজানুর রহমান, শাহাদাত হোসেন চৌধুরী, হাফেজ ফাহিম, মুহাম্মদ রিদুয়ান প্রমূখ।
এসময় বক্তরা বলেন, একজন তরুণ আলেমে দ্বীনকে কারো মৌখিক অভিযোগের ভিত্তিতে প্রকাশ্য দিবালোকে গাছের সাথে বেঁধে শারীরিকভাবে নির্যাতন করা, কোনরূপ চিকিৎসা সেবা না দিয়ে রাতেই কারাগারে প্রেরণ এবং তার মৃত্যু হওয়া একটি সুস্পষ্ট জুলুম। তিনি নাগরিক অধিকার বঞ্চিত হয়েছেন এবং জুলুমের শিকার হয়েছেন। আমরা সকল প্রকার জুলুম অন্যায়ের বিরুদ্ধে। তাই এই ঘটনার দ্রুত সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।