বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,অতীতে নাটোরের মানুষ তথা সারা বাংলাদেশের মানুষ চিকিৎসা সেবা পায়নি। আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান একটা ৩১ দফা দিয়েছেন উনি ২০২২ সালে এই ৩১ দফা দিয়েছেন। এই ৩১ দফার স্বাস্থ্য সেবার কথার বলেছেন। এবং ২৬ নাম্বার এজেন্ডায় উনি বাংলাদেশের স্বাস্থ্য সেবা উল্লেখ্য করেছেন। আমরা চাই বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের মানুষ যারা অসহায় তারা যেন চিকিৎসার অভাবে মৃত্যুবরন না করে। বিএনপি ক্ষমতায় গেলে এদেশের গরিব মানুষের চিকিৎসা সেবার ব্যবস্থা আমরা করবো। যে বিএনপি ধানের শীষ নিয়ে নির্বাচন করবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ ধানের শীর্ষকে জয়লাভ করাবেন ।বিএনপি আগামী দিনে এদেশের গরিব দুঃখীদের স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা নিশ্চিত করবে। তিনি গতকাল শুক্রবার নাটোর সদরের হয়বতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে গামা স্বৃতি সংস্থার প্রযোজনা ও ডাঃ নাসির উদ্দিন তালুকদার এর স্বরণে বিনামূল্য স্বাস্থ্য সেবা প্রদান এর শুভ উদ্বোধনে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন নাটোর কোর্টের পিপি ও আইনজীবি সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার টগর, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, কৃষক দলের সাবেক আহবায়ক মফিজুর রহমান, নাটোর সদর থানার সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, গামা স্বৃতি সংঘের সদস্য রাফিউল ইসলাম,হয়বত পুর উচ্চ বিদ্যালয়র ও কলেজের গর্ভনির বডির সভাপতি মাইনুল ইসলাম সহ গামা স্বৃতি সংঘের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।