× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাঁচবিবিতে আবাদি জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ

মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

০২ মে ২০২৫, ১৪:৫৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের দেবখন্ড এলাকায় আমেরিকা প্রবাসী সাহাদৎ হোসেনের মালিকানাধীন আবাদি জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী জমির মালিক রাস্তা নির্মাণে বাধা দিতে গেলে ঐ গ্রামের মৃত ছাত্তারের পুত্র ইছাহাকের নেতৃত্বে ২০/২৫ জনের একদল ভাড়াটে সন্ত্রাসীরা দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে নির্মাণকৃত ঘরের ইটের প্রাচীর ভেঙে তছনছ করেন এবং রাস্তা নির্মাণ করতে না দিলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন। এ ঘটনায় তিনি পাঁচবিবি থানায় একটি সাধারণ ডায়েরী  দায়ের করেছেন। এছাড়াও তার মালিকানাধীন জমিতে রাস্তা নির্মাণ বন্ধে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ একাধিক দপ্তরে অভিযোগ দাখিল করেছেন।

আজ দুপুরে সরেজমিনে গেলে ভুক্তভোগী আমেরিকা প্রবাসীর অভিযোগে জানা যায়, উপজেলার দেবখন্ড মৌজার আর এস ৫৫৪ নং খতিয়ানের ৮৩৬ নং হাল দাগে ১৫০ শতক জমি রয়েছে। সাহাদৎ হোসেনের প্রবাসে থাকার সুযোগে উক্ত জমির পার্শ্বে গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈঘ্যের সেতু-কালভার্ট নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে  ঠিকাদারী প্রতিষ্ঠান লিনা ইন্টারপ্রাইজ একটি কালভার্ট নির্মাণ করছে এবং এই কালভার্টের সুবাদে সাহাদৎ হোসেনের জমির মাঝখান দিয়ে রাস্তা নির্মাণের ষড়যন্ত্র করছে। বিষয়টি জানতে পাওয়ার পর সাহাদৎ হোসেন ঠিকাদারী প্রতিষ্ঠানকে জানালে তারা কালভকর্ট নির্মাণ কাজ স্থগিত করেন।

পরবর্তীতে স্থানীয় গ্রামবাসী, সরকারী কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতাদের নিয়ে আলোচনায় বসলে সেখানে সাহাদৎ হোসেন তার জমির উপর দিয়ে ৫ ফিটের একটি রাস্তা দিতে সম্মত হোন। কিন্তুু তারা তাতে রাজী না হয়ে দেবখন্ড গ্রামের লোকজন ও তাদের ভাড়াটে সন্ত্রাসী দ্বারা একজোট হয়ে তার নির্মাণকৃত ইটের সীমানা প্রাচীর ভেঙে ফেলে এবং তার জমির মধ্যদিয়ে ৭ ফিট প্রশস্থের রাস্তা জোড় পূর্বক নির্মাণের পায়তারা করছে। 

এ বিষয়ে গ্রামবাসীর পক্ষে সাবেক ইউপি সদস্য মেহের আলী জানান, আমরা কোন নিয়ম বুঝি না,যে কোন মূল্যই হোক আমরা এই গ্রামের রাস্তা নির্মাণ করব। এ বিষয়ে জমির মালিক শাহাদত হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের নিয়ম অনুযায়ী ৩ ফিট রাস্তার জায়গা ছাড়ার নিয়ম থাকলেও আমি ৫ ফিট জায়গা ছেড়ে দিতে চেয়েছি কিন্তু তবুও তারা মানছে না।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.