ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বহুদিনের পরিত্যক্ত ও নোংরা স্থানকে রূপান্তর করা হয়েছে একটি আধুনিক বাণিজ্যিক এলাকায়। উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এ তথ্য নিশ্চিত করে জানান, “এই স্থানটি কেউ চিনতে পারছেন কিনা জানি না। আমি বলি, এটি হচ্ছে আমাদের ভূমি অফিস সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের যাবার পথের বাম পাশের একটি পরিত্যক্ত স্থান যেখানে সারা বাজারের মানুষ ময়লা ফেলতো এবং নানা ভাবে স্থানটি নোংরা হয়ে থাকতো।”
উক্ত স্থানে বর্তমানে নির্মাণ করা হয়েছে নয়টি চমৎকার দোকান শেড। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, “এই ঘরগুলোর নির্মাণ খরচের একটি অংশ এসেছে ঘরের এডভান্স ভাড়া থেকেই। আমরা আশা করছি এখান থেকে প্রতি মাসে প্রায় ২৭ থেকে ২৮ হাজার টাকা ভাড়া পাওয়া যাবে, যা মুক্তিযোদ্ধাদের সরকারি তহবিলে জমা হবে এবং তাদের কল্যাণে ব্যয় করা হবে।”
তিনি আরও জানান, ইতোমধ্যে আবেদন যাচাই-বাছাইয়ের মাধ্যমে সবকটি দোকানের বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের এ উদ্যোগটি স্থানীয় জনগণের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং এটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকা তথা ভালুকার সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন স্থানীয়রা। মাহমুদ আশাবাদ ব্যক্ত করে বলেন, “খুব শীঘ্রই স্থানটি কর্মচঞ্চল হয়ে উঠবে।
এই ধরনের জনকল্যাণমুখী উদ্যোগ উপজেলায় প্রশাসনের উন্নয়নচিন্তা ও সদিচ্ছার বাস্তব উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।