× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শান্তিপূর্ণ পরিবেশে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

০২ মে ২০২৫, ১৬:০৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক শাখা) ভর্তি পরীক্ষা গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি (জিডিইউ) কেন্দ্রে ও উপকেন্দ্রে অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

গত ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় মোট ৮১৫ জন পরীক্ষার্থী জিডিইউ-কে কেন্দ্র হিসেবে নির্বাচন করেন। এর মধ্যে ৭২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন এবং ৮৯ জন অনুপস্থিত ছিলেন। ফলে উপস্থিতির হার দাঁড়ায় ৮৯.০৮ শতাংশ, যা একটি সন্তোষজনক পরিসংখ্যান।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ কেন্দ্র ও উপকেন্দ্র ঘুরে দেখেন এবং পরীক্ষার সার্বিক পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।

ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ সন্তোষ প্রকাশ করে বলেন, “অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে আজকের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের সুশাসন ও দায়িত্বশীলতা প্রমাণ করে।”

তিনি আরও বলেন, “এ সাফল্যের পেছনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক শিক্ষার্থী, স্থানীয় এলাকাবাসী, গাজীপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট সকল সহযোগী ব্যক্তি ও প্রতিষ্ঠানের আন্তরিক পরিশ্রম ও সহযোগিতা রয়েছে। তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”

পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.