× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চন্দনাইশে মাসব্যাপী দেশীয় পণ্যের বাণিজ্য মেলা শুরু

আরফাত হোসেন- দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি।

০৩ মে ২০২৫, ১৭:২৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

দীর্ঘদিন পর শহরের অনুকরণে গ্রামীণ পরিবেশে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজ সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে মনোরম পরিবেশে ১ মে থেকে শুরু হয়েছে মাসব্যাপী দেশীয় পণ্যের বাণিজ্য মেলা।

এ মেলায় শোভা পেয়েছে ঐতিহ্যবাহী গ্রামীণ দোলনা, ব্রাহ্মনবাড়িয়ার সার্কেস, স্বল্প দৈর্ঘ ট্রেন, শিশু পার্কের সেই রাউন্ড চক্র, রকমারি খাবারের দোকান, ফার্ণিচার, আবসাবপত্র, খেলনা, ক্রোকারিজ, জুতা, কাপড়, কসমেটিক্সসহ বিভিন্ন ধরণের শতাধিক দোকান স্থান পেয়েছে। বৃহস্পতিবার বিকালে দেশীয় পণ্যের বাণিজ্য মেলার শুভ উদ্বোধন করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী।

আয়োজক কমিটির সদস্য মো. আলী ইমরানের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি এম আইনুল কবির। 

বিশেষ অতিথি ছিলেন পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আকতার উদ্দিন, উপজেলা গণতান্ত্রিক যুবদলের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক, পৌরসভা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. সেলিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌরসভা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. মহিউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মুন্না, সাংগঠনিক মাসুদ পারভেজ রিগ্যান, পৌরসভা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরমানুল ইসলাম, পৌরসভা গণতান্ত্রিক ছাত্রদলের আহবায়ক মো. নাজিম উদ্দীন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.