× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দ্রুত গতিতে চলছে নিকলী কামালপুর ব্রিজের নির্মাণ কাজ

কিশোরগঞ্জ প্রতিনিধি।

০৩ মে ২০২৫, ১৭:২৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

কিশোরগঞ্জের নিকলী উপজেলার মহোরকোনা, নিকলী সদর, দামপাড়া ও সিংপুর এলাকার মানুষের যাতায়াতের দুর্ভোগ লাগবের জন্য দ্রতগতিতে চলছে কামালপুর ব্রিজের নির্মাণ কাজ। এই ব্রিজটি নির্মাণ হলে নিকলী উপজেলার কয়েক’শ গ্রামের হাজার হাজার মানুষ নির্বিঘেœ পাড়াপার হতে পারবে বলে জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানাযায়, এম.এম.বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং লি: এন্ড মেসার্স মমিনুল হক (জেভি) আওতায় ২৬ কোটি ২৮ লক্ষ ৫৫ হাজার ৭৭৭ টাকায় বরাদ্ধ প্রকল্পটির কাজ ২৮ অক্টোবর ২০২৩ ইংরেজী সালে শুরু হয়ে ২০ এপ্রিল ২০২৫ সালে শেষ হওয়ার কথা থাকলেও জমি অধিগ্রহণের বাঁধা বিঘœতার কারণে আরো কিছুদিন সময় লাগতে পারে।

দামপাড়া ইউনিয়নের কামালপুর গ্রামের মো: সাইফুল ইসলাম বলেন, আমরা এই ব্রিজটি দিয়ে পাড় হয়ে হাওরের বিভিন্ন এলাকায় যেতে হয়। বর্তমানে যে ব্রিজটি আছে সেটা অনেক ভয়াভহ। আমরা এই ব্রিজটি দিয়ে পাড়াপার হতে পারি না। যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই নতুন ব্রিজটি হলে আমাদের গ্রামের মানুষ সকলেই সুবিধা পাবে। আমরা গ্রামের মানুষ অনায়াশে পাড়াপার হতে পারব।

কামালপুর গ্রামের অটোচালক মো: মুর্শেদ আলী সহ আরো অনেকে বলেন, ‘বর্তমানে যে ব্রিজটি আছে সেটা অনেক ঝুঁকিপূর্ন। এটা দিয়ে আমরা চলতে পারি না। প্রতিদিন এক-দুইটা দুর্ঘটনা ঘটছে। এই ব্রিজ দিয়ে আমরা অনেক এলাকায় যাই। ধান ভুট্টাসহ অনেক ভারী যানবাহন নিয়ে আমাদের ব্রিজ পাড় হতে হয়। এই ব্রিজটি নতুন হওয়ায় আমরা এলাকাবাসী অনেক আনন্দিত।’

এ ব্যাপারে নিকলী উপজেলা প্রকৌশলী মো: সাইফুল ইসলাম বলেন, আমাদের নিকলী উপজেলায় মোট ২৪টি প্রকল্প রয়েছে। তার মধ্যে ৯টির কাজ শেষ। ৮টির কাজ শেষের দিকে এবং ৪টি প্রকল্পের কাজ চলমান। তার মধ্যে এই ব্রিজটি ২৬ কোটি ২৮ লক্ষ ৫৫ হাজার ৭৭৭ টাকায় বরাদ্ধ প্রকল্পটির কাজ ২৮ অক্টোবর ২০২৩ ইংরেজী সালে শুরু হয়ে ২০ এপ্রিল ২০২৫ সালে শেষ হওয়ার কথা থাকলেও জমি অধিগ্রহণের বাঁধা বিঘœতার কারণে মেয়াদ আরো বাড়তে পারে।

কিশোরগঞ্জের এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: আমিরুল ইসলাম বলেন, ‘উক্ত প্রকল্পটির কাজ ২৮ অক্টোবর ২০২৩ইং তারিখে শুরু হয়ে ২০ এপ্রিল ২০২৫ ইং তারিখ শেষ হওয়ার কথা থাকলেও জমি অধিগ্রহণের বাঁধা বিঘœতার কারণে একবছর কাজ বন্ধ ছিল। বর্তমানে এক সাইটে কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জমির মালিকদের আস্বস্থ করা হয়েছে। জমি অধিগ্রহণের জটিলতা নিরসন হলে আগামী ডিসেম্বর পর্যন্ত আমরা কাজ শেষ করতে পারব।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.