ছবিঃ সংগৃহীত।
মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের উত্তর ঝাপুয়া মারাক্ষা ঘোনা এলাকায় ওয়ারিশ সূত্রে পাওয়া জমি দখলের পাঁয়তারা করছেন আল ইমাম মাদ্রাসার পরিচালক মৌলভী রশিদ জাহেদ—এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। এ অভিযোগে ৩ মে শনিবার বিকেল ৫টার সময় কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের মহেশখালীস্থ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মোহাম্মদ বাদশাহ, কাইছার আলম, সোলাইমান ও ফয়সাল, যারা সবাই অভিযোগকারী পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, উত্তর ঝাপুয়া গ্রামের মোহাম্মদ বাদশাহ তার মায়ের কাছ থেকে প্রাপ্ত ১৪৪ কড়া জমির বৈধ ওয়ারিশ। উক্ত জমি ঘেরা দিয়ে মৌলভী রশিদ জাহেদ ক্রয়কৃত জমি দাবি করে দীর্ঘদিন ধরে দখলের চেষ্টায় লিপ্ত রয়েছেন। অথচ ভুক্তভোগীদের দাবি, তিনি কোনো দলিলপত্র উপস্থাপন করতে পারেননি। তবুও লোকবলসহ জবরদস্তি করে জায়গাটি নিজের দখলে নিতে চাইছেন এই ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, বিরোধপূর্ণ জমিতে কোনো প্রকার স্থাপনা নির্মাণে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মৌলভী রশিদ জাহেদ তা উপেক্ষা করে নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিষয়টি নিষ্পত্তির জন্য স্থানীয়ভাবে কয়েকবার সালিশ বৈঠক বসানো হলেও তাতে কোনো ফল হয়নি। সালিশকারীরা রায় দেন বাদশাহ মিয়ার পক্ষে, কেননা অভিযুক্ত ব্যক্তি জমি কেনার কোনো প্রমাণ হাজির করতে পারেননি বলে জানান স্থানীয়রা।
ভুক্তভোগী বাদশাহ জানান, জমির দাবিতে সোচ্চার হলে মৌলভী রশিদ জাহেদ তাকে প্রাণনাশের হুমকি দেন। শুধু তাই নয়, চাঁদাবাজির মতো মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখানো হচ্ছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার মেলেনি। এ অবস্থায় পরিবার নিয়ে চরম উদ্বেগ আর আতঙ্কে বসবাস করছেন তারা।
ভুক্তভোগী মোহাম্মদ বাদশাহ্ সংবাদ সম্মেলনে আরও জানান, দখলদার মৌলভী রশিদ জাহেদ আমার মামার অংশের জমি হয়তো কিনে থাকতে পারেন, কিন্তু আমার মায়ের ওয়ারিশ সূত্রে পাওয়া অংশ কখনোই তার কাছে বিক্রি করা হয়নি। অথচ তিনি সম্পূর্ণ জমির মালিকানা দাবি করে অবৈধভাবে আমার সম্পত্তি দখলের চেষ্টা করছেন। এ ধরনের অন্যায় আচরণে আমি চরম ক্ষুব্ধ ও হতাশ। বিষয়টি দ্রুত প্রতিকার প্রয়োজন।
স্থানীয়দের দাবি, পারিবারিক বিরোধকে পুঁজি করে মৌলভী রশিদ জাহেদ বেআইনিভাবে জমি দখলের অপচেষ্টা করছেন। এমনকি জমির চারপাশে ঘেরা দিয়ে বসবাসে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। বসতবাড়ির আশপাশের খালি জমিটি অনেক দিন ধরে পড়ে থাকলেও সম্পূর্ণভাবে বাদশাহর দখলে রয়েছে বলে জানান এলাকাবাসী। এই জমির প্রতি হঠাৎ আগ্রহ এবং দখল চেষ্টাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন স্থানীয়রা।
ওয়ারিশ সূত্রে পাওয়া আমাদের পূর্বপুরুষের জমিতে অন্যায়ভাবে ঘেরা দিয়ে দখলের চেষ্টা চলছে। এভাবে চলতে থাকলে আমি ও আমার পরিবার ভয়াবহ ভোগান্তিতে পড়ব। জীবনের নিরাপত্তা নিয়েও শঙ্কায় রয়েছি। আমি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাই, দ্রুত এই অন্যায়ের প্রতিকার করুন—আমরা যেন আমাদের প্রাপ্য অধিকার নিয়েই শান্তিতে বসবাস করতে পারি।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh