× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নল‌ছি‌টি‌তে সড়ক দূর্ঘটনায় নিহত ২

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি।

০৩ মে ২০২৫, ১৭:৫৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঝালকাঠির নলছিটিতে  অটো রিক্সার সঙ্গে মাহেন্দ্রার (থ্রি হুইলার গাড়ি) সংঘর্ষে মাহেন্দ্রার যাত্রী এক বৃদ্ধসহ দুইজন নিহত হয়েছেন। এবং অপর দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

আজ (৩ মে) সকাল ১১ টার দিকে নলছিটি উপজেলার পশ্চিম দপদপিয়ার বকুলতলা বায়তুল মোকাররম জামে মসজিদের সম্মুখে বরিশাল - পটুয়াখালী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।   এতে নিহতরা হলেন, বাকেরগঞ্জ উপজেলার মৃত ইঙ্গল হাওলাদারের ছেলে মো. হাসেম হাওলাদার (৭০) এবং একই উপজেলার ফলাঘর গ্রামের ইস্তাক আলীর ছেলে মো. শামীম (৫০)। এছাড়া মাহেন্দ্রা গাড়ির যাত্রী মো. বাদল (৪৫) ও মো. ফাহিম (১৩) গুরুতর আহত হয়েছেন।  মুমূর্ষু অবস্থায় তাদের বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুইজন বাকেরগঞ্জ উপজেলার ফলাঘর  গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ থেকে বরিশালগামী একটি মাহেন্দ্রা (থ্রি হুইলার গাড়ি)  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থেমে থাকা অটোরিক্সার ওপর উঠিয়ে দেয়। এতে মাহেন্দ্রা গাড়িটি ছিটকে পড়ে ঘটনাস্থলেই ওই গাড়ির (মাহেন্দ্রা) দুই যাত্রীর মৃত্যু হয়। অপর দুই যাত্রী গুরুতর আহত হন। ঘাতক মাহেন্দ্রা গাড়িটির ড্রাইভার পালিয়ে যায়। পুলিশ মাহেন্দ্রা গাড়িটি জব্দ করেছে। 

নলছিটি থানার ওসি মো. আব্দুস ছালাম এ তথ্য নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.