× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে র‍্যালি

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী প্রতিনিধি।

০৩ মে ২০২৫, ১৮:১৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফেনীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে শনিবার (৩ মে) ফেনী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনী জেলা শাখার উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবীবুল্যাহ মানিক। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়াইজেএফবি ফেনী শাখার সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিম। 

ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনী জেলা শাখার সভাপতি দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম ও  মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ ন ম আবদুর রহিম ও  ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন।

সভায় বক্তারা বলেন, ফেনীতে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতনের সংখ্যা বাড়ছে। এটি মতপ্রকাশের স্বাধীনতার জন্য উদ্বেগজনক। এই পরিস্থিতি থেকে উত্তরণে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।
তারা বলেন, ‘আমরা সত্য বলি, কিন্তু সেই সত্য যেন আমাদের গলার কাঁটা না হয়।’ সাংবাদিকতা কোনো অপরাধ নয়, বরং এটি সমাজের জন্য একটি অপরিহার্য সেবা।

বক্তারা দাবি করেন, সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করাই হবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালনের প্রকৃত সফলতা।

ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনীর সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলা ভিশনের ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম, সাপ্তাহিক আনন্দ তারকা সম্পাদক মামুনুর রশিদ, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, সময় টিভির সহযোগী সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, সাপ্তাহিক উদয় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম.এ সাঈদ খান, শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহি উদ্দিন খন্দকার, দীপ্ত টিভি ও বাংলাদেশ বেতারের ফেনী প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন, দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, দৈনিক আমার দেশের ফেনী প্রতিনিধি এস এম ইউসুফ আলী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার সভাপতি ইয়াছির আরাফাত রুবেল, সাবেক সাধারণ সম্পাদক শেখ আশিকুন্নবী সজীব, মোহনা টেলিভিশনের প্রতিনিধি সুরঞ্জিত নাগ, দৈনিক বাংলাদেশের খবরের প্রতিনিধি এম, এমরান পাটোয়ারী, দৈনিক দেশ রূপান্তরের ফেনী প্রতিনিধি শফি উল্লাহ রিপন, আজকের পত্রিকার পরশুরাম প্রতিনিধি আবু ইউসুফ মিন্টু, দৈনিক নয়া দিগন্তের সোনাগাজী প্রতিনিধি সাইফুল আলম হিরন, ঢাকা টাইমস এর ফেনী প্রতিনিধি এম শরিফ ভূঁইয়া, সাপ্তাহিক হকার্স সম্পাদক তারেকুল ইসলাম মজুমদার প্রমুখ। শেষে এক বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় ফেনীতে কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.