চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনিসুর রহমান খান ও মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক যুগ্মসম্পাদক ও নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো: মনির হোসেন খানের যৌথ উদ্যােগে ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে ৷
শুক্রবার (২মে) সকাল ১০টা থেকে ব্কেল ৫টা পক্যন্ত ডায়াবেটিস,উচ্চ রক্তচাপ, বাথ ব্যাথা, এলার্জী,অ্যাজমা,হাঁপানী, চর্ম রোগ, শিশুরোগ প্রতিরোধ নির্ণয়, চিকিৎসা ও রেফারেল নারী,পুরুষ ও শিশুসহ প্রায় ৪শ জন রোগীকে সেবা প্রদান করেন ডা: নুসরাত জাহান ও ডা: মোহাম্মদ আদনান খান ৷
এসময় উপস্থিত ছিলেন,জহিরাবাদ ইউনিয়ন বিএনপি‘র সভাপতি ,তোফায়েল কবিরাজ, যুবদলের সহ- সভাপতি রহমত উল্লাহ প্রধান, সমাজসেক রফিক সরদার, মনজু প্রদান,তানবির আহমেদ শিশিরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ৷