× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেরপুরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল

জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধি।

০৩ মে ২০২৫, ১৯:০৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

আওয়ামী লীগকে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িত দাবি করে দলটির বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে রাষ্ট্র সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিও জানিয়েছেন সংগঠনটির নেতারা।

২ মে শুক্রবার  বিকেল ৪টায় শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির নেতারা। সভাটি সঞ্চালনা করেন রাশেদুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন, সাব্বির হাসান, ইঞ্জিনিয়ার লিখন মিয়া, তান্না ইসলাম, ফিরোজ আহম্মেদ, মহন সরকার, আরিফ সাফফারী, আলমগীর কবীর মিথুন, ও মানোয়ার হোসেন প্রমুখ।

ওইসময় নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশের গণতন্ত্র, মানবাধিকার এবং জনগণের মতপ্রকাশের স্বাধীনতা হরণ করছে। তারা বলেন, দলটির কার্যক্রম গণবিরোধী এবং এর রাজনৈতিক স্বীকৃতি বাতিল করা এখন সময়ের দাবি।

এছাড়াও সমাবেশে বক্তারা আরও দাবি করেন, অবিলম্বে একটি গণপরিষদ নির্বাচন ও রাষ্ট্রীয় কাঠামোর পুনর্গঠন করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.