নাটোরের বড়াইগ্রামে ২৫০ বিঘা জমির ফসল রক্ষাথে আগ্রান মৌজায় বৈদ্যুতিক এলএলপি ডিপ (সেচ) স্থাপনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার আগ্রান গ্রামের পাকা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সোলার ডিপ ম্যানেজার আব্দুর রহিম জানান, ইতোপূবে গ্রামটিতে সোলার সেটের মাধ্যমে ডিপ চালু করে ২৫০ বিঘা জমিতে পানি সেচ দিয়ে চাষাবাদের প্রচেষ্টা চালানো হয়। কিন্তু মেঘলা বা বৃষ্টির দিনে বা শীত মওসুমে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় সূযের তাপ কম হলে, সোলারের মাধ্যমে জমিতে সেচ কাযক্রম পরিচালনা করা যায় না। এতে সেচ প্রক্রিয়া ব্যাহত হয়। জমিতে যথাসময়ে প্রয়োজনীয় পানি সেচ দেয়া সম্ভব হয় না। ফলে জমিতে আশানুরুপ ফলন হয় না। এসব কারণে সোলার ডিপ এর পাশাপাশি সেচ প্রকল্পের আওতায় এলাকায় বৈদ্যুতিক এলএলপি ডিপ স্থাপন প্রয়োজন।
কৃষক ওমর আলী ও খলিলুর রহমান জানান, উক্ত ২৫০ বিঘা জমিতে বছরে একটি ফসল হয়। তবে বিএডিসি’র সেচ স্কীমের আওতায় আনা হলে সেখানে বছরে তিনটি ফসল উৎপাদন সম্ভব হবে। অধিক ফসল উৎপাদনের মাধ্যমে এলাকার মানুষের আথ-সামাজিক অবস্থার উন্নয়ন হবে।
তবে কৃষক জামাল শেখ জানান, বৈদ্যুতিক এলএলপি ডিপ স্থাপন করা হলে এলাকার হেন্ড টিউবওয়েল থেকে পানি উত্তোলন সম্ভব হবে না। মানুষের দুভোগ পোহাতে হবে।