× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌলভীবাজারে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি।

০৩ মে ২০২৫, ১৯:২৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

মৌলভীবাজারে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার পৌরসভার হলরুমে শনিবার (৩ মে) সকাল থেকে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে গণমাধ্যমের স্বাধীনতা দাবিতে গড়ে ওঠা সংগঠন ‘ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম (সিএমএফ)। 

সিএমএফ এর সভাপতি দৈনিক যুগান্তরের মৌলভীবাজার প্রতিনিধি হোসাইন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন ফ্রিল্যান্স সাংবাদিক তৌহিদুর রহমান। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন সিএমএফ এর উপদেষ্টা ও ডেইলি ডাজলিং ডন এর প্রতিষ্ঠাতা ও প্রকাশ মুনজের আহমদ চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিএমএফ এর সিনিয়র সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী সুমন, দৈনিক যায়যায়দিনের ষ্টাফ রিপোর্টার মো. আব্দুল ওয়াদুদ, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি ওমর ফারুক নাঈম, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি সালাউদ্দিন শুভ ও সিএমএফ এর সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ।

এসময় বক্তারা বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতার চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে নানা তথ্য ও মতামত তুলে ধরেন। মুক্ত গণমাধ্যমের জন্য রাষ্ট্র তথা দেশের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.